শসা খাওয়া স্বাস্থ্যের পক্ষে সবসময় ভাল। শসা খেলে দ্রুত ওজন কমে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শসার মধ্যে জলীয় উপকরণ বেশি থাকে। তাই শসা খেলে শরীরে জলের ঘাটতি হবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শসা খেলে গুরুপাক খাবার সহজে হজম হয়ে যায়। সেই কারণেই বিভিন্ন গুরুপাক খাবারের সঙ্গে স্যালাড হিসেবে শসা থাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকেই নিয়মিত শসা খান। কিন্তু শসা খাওয়ার সঠিক সময় কোনটা তা জানেন? দেখে নিন একনজরে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

জলখাবারে খেতে পারেন শসা। কম ক্যালোরি যুক্ত এই খাবার আপনার শরীর ঝরঝরে রাখতে সাহায্য করবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্রেকফাস্টে স্মুদি খেলে সেখানে মিশিয়ে নিন কয়েক টুকরো শসা। এছাড়াও ব্রেকফাস্ট ফল হিসেবেই শসা খেতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শসা আমাদের শরীরে ভিটামিন এবং মিনারেলসের জোগান দেয়। তাই স্ন্যাকস হিসেবে ফলের তালিকায় শসা রাখতে পারেন অবশ্যই।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকেরই ব্রেকফাস্টের পর লাঞ্চের আগে খিদে পেয়ে যায়। সেই সময় একটা শসা খেয়ে নিতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খিদে বাড়াতে সাহায্য করে শসা। অর্থাৎ এটি অ্যাপিটাইজার। তাই খালি পেটে বিশেষ করে লাঞ্চ খাবার আগে শসা খেতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রাতের খাবার খাওয়ার ২০ থেকে ৩০ মিনিট আগেও শসা খেতে পারেন। শসার মধ্যে থাকা একাধিক উপকরণ রাতে ভাল ঘুম হতে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels