পেটের মেদ কিছুতেই কমতে চায় না, বিভিন্ন পন্থা মেনেও ফল পাওয়া যায় না
Published by: ABP Ananda
September 3, 2024
যেমন আদা বা মেথি জল পান করলে সমাধান মিলতে পারে, কোন উপাদানে দ্রুত ফল মিলতে পারে?
Published by: ABP Ananda
September 3, 2024
আদা জল ক্যালোরি পোড়াতে সাহায্য করে, পেট ভরা থাকে দীর্ঘক্ষণ ফলে খিদেও পায় না
Published by: ABP Ananda
September 3, 2024
কোলেস্টেরল সহ ট্রাইগ্লিসারাইড কমাতে পারে আদা এবং বাড়ায় HDL ও কমায় LDL
Published by: ABP Ananda
September 3, 2024
খালি পেটে আদা জল খেলে হজম ক্ষমতার উন্নতি হয়
Published by: ABP Ananda
September 3, 2024
মেটাবলিজম বাড়াতে সাহায্য করে মেথি জল, তাতে ওজন কমে ও পেটের মেদও কমে
Published by: ABP Ananda
September 3, 2024
মেথিতে আছে উচ্চ ফাইবার, শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এই জল
Published by: ABP Ananda
September 3, 2024
কোষ্ঠাকাঠিন্য হোক বা বদহজম, এই সমস্য়া দূর করতে পারে মেথি
Published by: ABP Ananda
September 3, 2024
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।