কর্টিসল যাকে স্ট্রেস হরমোনও বলে। এই হরমোনের বেশি ক্ষরণ হলে আমাদের শরীরে একাধিক সমস্যা সৃষ্টি হয়। তার মধ্যে একটি হল ব্রনর সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্ট্রেস বাড়লে আপনার মুখে ব্রন দেখা দিতে পারে। মুখে অতিরিক্ত ব্রন হলে বুঝবেন কর্টিসলের পরিমাণ বেড়ে গিয়েছে আপনার শরীরে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওজন বেড়ে যাওয়া এমনিতেই একটা বড় সমস্যা। স্ট্রেসের কারণে ওজন মারাত্মক ভাবে বাড়তে পারে আমাদের।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি পেলে আমাদের মুখে অতিরিক্ত পরিমাণে ফ্যাট জমা হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্ট্রেস হরমোনের ক্ষরণ বেশি হলে সারাক্ষণ ক্লান্ত থাকবেন আপনি। অল্প পরিশ্রম করেই একদম ঝিমিয়ে যাবেন। হাঁপিয়ে উঠবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সারাদিন যদি শরীরে ক্লান্ত, অবসন্ন, ঝিম ধরা ভাব থাকে তাহলে বুঝতে হবে স্ট্রেস হরমোন ক্ষরণ বেশি হচ্ছে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্ট্রেস বাড়লে এমনিতেই আপনি মানসিক চাপে থাকবেন। আর তার সঙ্গে পাল্লা দিয়ে চড়বে আপনার মেজাজ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সারাক্ষণ বিরক্তি লাগলে, কিছুই ভাল না লাগলে, খিটখিটে মেজাজ থাকলে, সামান্য কথায় রাগ হয়ে গেলে সতর্ক হোন। ডাক্তারের পরামর্শ নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে গেলে আমাদের শরীরে বিভিন্ন ক্ষতস্থান শুকনো হতেও সময় বেশি লাগতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্ট্রেস বেড়ে গেলে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে আপনার শরীরে। তাই স্ট্রেস কমাতে যোগাসন, শরীরচর্চা করুন। ধ্যান করুন। দরকারে ডাক্তার দেখান।

Published by: ABP Ananda
Image Source: Pexels