বাতের ব্যথা বেশিরভাগ সময়েই আচমকা শুরু হয়ে যায়।



বাতের ব্যথা বেশিরভাগ সময় রাতের দিকেই আচমকা শুরু হয়ে থাকে।



একবার বাতের ব্যথা শুরু হয়ে গেলে হাতে এবং পায়ে একাধিক উপসর্গ দেখা যায়।



বাতের ব্যথা শুরু হলে শরীরের বিভিন্ন জয়েন্ট বা গাঁট অংশে তীব্র যন্ত্রণা অনুভূত হয়।



এর পাশাপাশি জয়েন্ট বা গাঁট অংশে হঠাৎ করেই খুব গরম অনুভব করতে পারেন।



বাতের ব্যথা এতটাই কষ্টকর যে একবার শুরু হলে সামান্য একটু ছোঁয়া লাগলেও যন্ত্রণায় কাতরে উঠতে হয়।



বাতের কারণে শরীরের যেসব গাঁটে ব্যথা শুরু হয় সেই জায়গা ফুলে যায়।



হাতে-পায়ের যে জায়গায় বাতের ব্যথা শুরু হয়েছে সেই জায়গা লালচে রঙের হয়ে যায়। এছাড়াও অনুভূত হয় অতিরিক্ত তাপ।



পায়ের পাতা, হাঁটু, গোড়ালি এবং পায়ের আঙুল- এই চার জায়গায় সবচেয়ে বেশি বাতের ব্যথা অনুভূত হয়।



বাতের যন্ত্রণা এতটাই মারাত্মক হয় যে পায়ের পাতা, আঙুল, গোড়ালি সামান্য নড়াচড়া করতে গেলেও তীব্র ব্যথা অনুভূত হবে।