মানুষের হাত-পায়ের ধরন, কথা বলা বা চলার ধরন অনেকসময় তার চরিত্র সম্পর্কে নানা তথ্য দেয়
আমরা সবাই-ই হাত মুঠো করি। বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুলের সাহায্যে হাতের অন্যান্য আঙুলকে জড়িয়ে ধরাকেই মুঠো করা বলা হয়
একেক মানুষ একেকভাবে হাত মুঠো করে থাকেন কীভাবে হাত মুঠো করেন তার ওপর নির্ভর করে তিনি কেমন চরিত্রের মানুষ
মুঠো করার সময় যাদের বুড়ো আঙুলটি মুঠোর উপরের দিকে থাকে এই ধরনের মানুষ খুব মনখোলা হয়।
এই ধরনের মানুষের তাদের মধ্যে নতুন নতুন জিনিস শেখার আগ্রহ থাকে নিজের জগত নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসেন এসব মানুষ
যাদের মুঠো করার সময় বুড়ো আঙুলটি হাতের মুঠোর ভেতর থাকে, সেসব ব্যক্তিরা খুব বড় হৃদয়ের হয় এই মানুষরা এমন মানুষগুলো খুব কেয়ারিং হয়। এরা দিবাস্বপ্ন দেখতে ভালোবাসেন
অনেকে মুঠো করার সময় থাম্বস আপের কায়দায় আঙ্গুল ধরা থাকে এই ধরনের মানুষ অত্যন্ত আত্মবিশ্বাসী ও সংবেদনশীল হয়ে থাকে
হাত মুঠো করার সময় যাদের বুড়ো আঙুল একপাশে শুয়ে থাকে এই ধরনের মানুষদের আত্মবিশ্বাস কম হয়, অধিক পরিশ্রমেই দিনযাপন করেন