স্নানের পর সকলেরই উচিত ত্বকে ক্রিম কিংবা ময়শ্চারাইজার ব্যবহার করা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শুধু মুখে নয়, স্নানের পর হাতে-পায়েও বডি লোশন লাগানো উচিত।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্নানের পর ত্বকে ক্রিম কিংবা ময়শ্চারাইজার ব্যবহার করা কেন জরুরি?

Published by: ABP Ananda
Image Source: Pexels

সাধারণত স্নানের সময় আমরা সাবান, ফেসওয়াশ, স্ক্রাব, ফেসপ্যাক এইসব ব্যবহার করে থাকি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আর স্নানের সময় আমাদের ত্বক অনেকক্ষণ সময় ধরে সরাসরি জলের সংস্পর্শে থাকে

Published by: ABP Ananda
Image Source: Pexels

এর ফলে স্নানের পর ত্বকে সামান্য রুক্ষ ভাব দেখা দিতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বিশেষত যাঁদের ড্রাই স্কিন তাঁদের ক্ষেত্রে শুষ্কতার পরিমাণ বেড়ে যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তাই ত্বক হাইড্রেটেড রাখতে, ত্বকে হাইড্রেশন বজায় রাখতে ক্রিম কিংবা ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্নানের পর ত্বকে ক্রিম ব্যবহার করলে ত্বকের গঠন ভাল হয়। ত্বক ময়শ্চারাইজড এবং উজ্জ্বল দেখতে লাগে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্নানের পর ত্বকে নিয়মিত ক্রিমের ব্যবহার প্রয়োজন। ত্বকের ধরন অনুযারে ময়শ্চারাইজার বেছে নিতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels