জিমের সময় ক্ষতি হতে পারে এই ৫ ভুলে

Published by: ABP Ananda
Image Source: Freepik

রোজকার জীবন সুস্থ সবল রাখতে এখন জিমই ভরসা।

Image Source: Freepik

তবে জিমে শরীরচর্চার সময় কিছু সতর্কতা দরকার।

Image Source: Freepik

নাহলে শরীরচর্চার সময় চোটও লাগতে পারে।

Image Source: Freepik

প্রথমেই জোর দিতে হবে ওয়ার্ম আপে।

Image Source: Freepik

দুটি এক্সারসাইজের মাঝে বিরতি নেওয়া দরকার।

Image Source: Freepik

এক্ষেত্রে উপযুক্ত ট্রেনারের পরামর্শ জরুরি।

Image Source: Freepik

ওজন কমানো নাকি বাড়ানো কি জন্য জিম করছেন, তা মাথায় রেখে ওয়ার্ক আউট করতে হবে।

Image Source: Freepik

এক্ষেত্রে সঠিক পরিমাণে প্রোটিন খাওয়াটা দরকার।

Image Source: Freepik

রোজ একই সময় মেপে শরীরচর্চা করা উচিত।

Image Source: Freepik