সকালে উঠেই খালি পেটে জল খাওয়া কি উচিত? কতটা জল খাবেন?
abp live

সকালে উঠেই খালি পেটে জল খাওয়া কি উচিত? কতটা জল খাবেন?

Published by: ABP Ananda
সকালে উঠেই খালি পেটে জল খান আপনি? ছোট থেকেই এমন অভ্যাস রয়েছে?
abp live

সকালে উঠেই খালি পেটে জল খান আপনি? ছোট থেকেই এমন অভ্যাস রয়েছে?

জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। কিন্তু সেটা হতে হবে পরিমিত।
abp live

জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। কিন্তু সেটা হতে হবে পরিমিত।

সকালে উঠেই অপরিমিত ভাবে জল খেলে পড়তে পারেন সমস্য়ায়
abp live

সকালে উঠেই অপরিমিত ভাবে জল খেলে পড়তে পারেন সমস্য়ায়

abp live

সব ব্যক্তির স্বাস্থ্যের জন্য একইরকম বিধি চলে না। ফলে ব্যক্তিবিশেষে দেখে নিতে হবে তাঁর জল খেলে সমস্যা হচ্ছে কি না

abp live

মেটাবলিজম ভাল হয়, ওজন কমতে পারে। শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে সকালে উঠে জল খাওয়ার অভ্যাস

abp live

শরীরের জলের ভারসাম্য বজায় রাখতে, হাইড্রেশন

abp live

কিন্তু অতিরিক্ত জল খেলে তার ক্ষতিকর প্রভাবও হয়। কিডনির উপর চাপ পড়তে পারে। প্রস্রাব বেশি হয়।

abp live

অনেক ব্যক্তি একসঙ্গে অনেকটা জল খেয়ে নিলে পেটে ব্য়থা বা অস্বস্তি হয়। সেদিক খেয়াল রাখা উচিত।

abp live

শুধু জল খাওয়াই নয়। তার সঙ্গে পরিমিতিবোধ ও ঠিকমতো ডায়েট রাখলে তবেই ফল মেলে সবথেকে ভাল।

abp live

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।