টাকা রোজগার করার সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাচ্ছে অর্থ? বারবার  আর্থিক অনটন বাড়িতে ?
ABP Ananda

টাকা রোজগার করার সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাচ্ছে অর্থ? বারবার আর্থিক অনটন বাড়িতে ?



দারিদ্র দূর করতে বাস্তুশাস্ত্রে কিছু সহজ নিয়ম রয়েছে, রান্নাঘরের কিছু উপাদানেই হবে জব্দ।
ABP Ananda

দারিদ্র দূর করতে বাস্তুশাস্ত্রে কিছু সহজ নিয়ম রয়েছে, রান্নাঘরের কিছু উপাদানেই হবে জব্দ।



বাড়ির সুখ, সমৃদ্ধি বজায় রাখতে নুনের বিশেষ গুরুত্ব আছে । নুনের টোটকা বাড়ির থেকে দারিদ্র্য দূর করতে পারে।
ABP Ananda

বাড়ির সুখ, সমৃদ্ধি বজায় রাখতে নুনের বিশেষ গুরুত্ব আছে । নুনের টোটকা বাড়ির থেকে দারিদ্র্য দূর করতে পারে।



বেডরুমে বাটিতে রাখুন সৈন্ধব নুন । এই নুন নেগেটিভ এনার্জি শোষণ করে বাড়িতে ইতিবাচক ভাব আনে।
ABP Ananda

বেডরুমে বাটিতে রাখুন সৈন্ধব নুন । এই নুন নেগেটিভ এনার্জি শোষণ করে বাড়িতে ইতিবাচক ভাব আনে।



ABP Ananda

এক মাল একটা ছোট বাটিতে নুন রাখুন। পরের মাসে আবার পুরোনো নুনটা বদলে নিন।



ABP Ananda

ঘর মোছার সময় জলে দিন নুন। নুন জল ঘর থেকে দূর করে দেবে নেগেটিভ এনার্জি।



ABP Ananda

অর্থ সংকট কাটিয়ে উঠতে লবঙ্গ বেশ উপকারী ।



ABP Ananda

৫ টি লবঙ্গ পুড়িয়ে নিন সন্ধেবেলা । যে কোনও নেতিবাচক আভাসকে দূরে রাখে । ইতিবাচক শক্তি বাড়ায়।



ABP Ananda

রাতে কর্পূর এবং লবঙ্গ পোড়ানো যে কোনও বাধা দূর করে । কাজকে সহজ করে তোলে।