লাগবে না জিম, সকালের এই একটা অভ্যাসেই ঝটপট ঝরবে মেদ
abp live

লাগবে না জিম, সকালের এই একটা অভ্যাসেই ঝটপট ঝরবে মেদ

Published by: ABP Ananda
কখনও ওজন কমাতে, কখনও পেট ঠান্ডা রাখতে নানা ঘরোয়া টোটকায় ভরসা রাখি আমরা
abp live

কখনও ওজন কমাতে, কখনও পেট ঠান্ডা রাখতে নানা ঘরোয়া টোটকায় ভরসা রাখি আমরা

Image Source: Pexels/Pixabay/Unsplash
কখনও ভাল হজম হওয়ার জন্যও নানা মশলা বা ফল ভেজানো জল খাওয়ার চল রয়েছে।
abp live

কখনও ভাল হজম হওয়ার জন্যও নানা মশলা বা ফল ভেজানো জল খাওয়ার চল রয়েছে।

Image Source: Pexels/Pixabay/Unsplash
এমনই একটি অতি পরিচিত বিষয় হল- জিরে ভেজানো জল।
abp live

এমনই একটি অতি পরিচিত বিষয় হল- জিরে ভেজানো জল।

Image Source: Pexels/Pixabay/Unsplash
abp live

খালি পেটে জিরে ভেজানো জল খান অনেকে। তাতে বিপুল লাভ মিলতে পারে

Image Source: Pexels/Pixabay/Unsplash
abp live

জিরে ভেজানো জল শরীরে দূষিত পদার্থ বের করে দেয়। খালি পেটে খেলে কমে ওজন।

Image Source: Pexels/Pixabay/Unsplash
abp live

প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে এতে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে

Image Source: Pexels/Pixabay/Unsplash
abp live

জিরেতে ক্যালোরি খুব কম। যার ফলে স্বাভাবিকভাবেই সকালে খালি পেটে খাওয়ার জন্য ভাল এটি।

Image Source: Pexels/Pixabay/Unsplash
abp live

জিরের জল হজমশক্তি ভাল রাখতে সাহায্য করে। গ্রন্থি-নিঃসরণে সাহায্য করে। পুষ্টি শোষণ করতে সাহায্য করে

Image Source: Pexels/Pixabay/Unsplash
abp live

মেটাবলিজম বাড়াতে সাহায্য করে জিরে। মেদ ঝরাতেও সাহায্য করে। প্রদাহরোধী পদার্থ রয়েছে জিরেতে। এই সংক্রান্ত সমস্যা এড়াতে, স্থূলতা কমাতে কার্যকরী।

Image Source: Pexels/Pixabay/Unsplash
abp live

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Image Source: Pexels/Pixabay/Unsplash