লাগবে না জিম, সকালের এই একটা অভ্যাসেই ঝটপট ঝরবে মেদ

Published by: ABP Ananda

কখনও ওজন কমাতে, কখনও পেট ঠান্ডা রাখতে নানা ঘরোয়া টোটকায় ভরসা রাখি আমরা

Image Source: Pexels/Pixabay/Unsplash

কখনও ভাল হজম হওয়ার জন্যও নানা মশলা বা ফল ভেজানো জল খাওয়ার চল রয়েছে।

Image Source: Pexels/Pixabay/Unsplash

এমনই একটি অতি পরিচিত বিষয় হল- জিরে ভেজানো জল।

Image Source: Pexels/Pixabay/Unsplash

খালি পেটে জিরে ভেজানো জল খান অনেকে। তাতে বিপুল লাভ মিলতে পারে

Image Source: Pexels/Pixabay/Unsplash

জিরে ভেজানো জল শরীরে দূষিত পদার্থ বের করে দেয়। খালি পেটে খেলে কমে ওজন।

Image Source: Pexels/Pixabay/Unsplash

প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে এতে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে

Image Source: Pexels/Pixabay/Unsplash

জিরেতে ক্যালোরি খুব কম। যার ফলে স্বাভাবিকভাবেই সকালে খালি পেটে খাওয়ার জন্য ভাল এটি।

Image Source: Pexels/Pixabay/Unsplash

জিরের জল হজমশক্তি ভাল রাখতে সাহায্য করে। গ্রন্থি-নিঃসরণে সাহায্য করে। পুষ্টি শোষণ করতে সাহায্য করে

Image Source: Pexels/Pixabay/Unsplash

মেটাবলিজম বাড়াতে সাহায্য করে জিরে। মেদ ঝরাতেও সাহায্য করে। প্রদাহরোধী পদার্থ রয়েছে জিরেতে। এই সংক্রান্ত সমস্যা এড়াতে, স্থূলতা কমাতে কার্যকরী।

Image Source: Pexels/Pixabay/Unsplash

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Image Source: Pexels/Pixabay/Unsplash