তীব্র গরমে এসি
ছাড়া চলে না আমাদের


কিন্তু এসি ছাড়াও
ঘর ঠান্ডা রাখতে পারেন


শুধু মাথায় রাখতে
হবে কিছু জিনিস


বড় বাটিতে বরফের
টুকরো ভর্তি করুন


টেবিল ফ্যানের
সামনে বসিয়ে দিন


গ্রীষ্মকালে যথাসম্ভব
পর্দা নামিয়ে রাখুন


দেখবেন, বাইরের তুলনায়
ঘর অনেক ঠান্ডা


রোদ আটকানোর
বিশেষ পর্দাও পাওয়া যায়


ঘর গরম হওয়া
৩৩ শতাংশ রুখে দেয়


দিনের বেলা বন্ধ রাখলেও,
রাতে জানলা খুলে দিন


কিচেন এবং টয়লেটের
কিচেন এবং টয়লেটের
এক্সহস্ট ফ্যান চালান


ঘরের গরম হাওয়া
দ্রুত বেরিয়ে যাবে



বিছানার চাদর
রোজ পাল্টান