বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ছে আপনার চুল পড়ার সমস্যা বাড়তে পারে। এছাড়াও চুল জৌলুস হারিয়ে নির্জীব হয়ে যায়।



বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের পরিমাণ বাড়ে। তার ফলে ঘামতে পারে মাথার তালু। এর থেকে চুল হয়ে যায় চিটচিটে।



গরমের দিনে বিশেষত আদ্রতা যদি অতিরিক্ত থাকে তাহলে অবশ্যই সঠিকভাবে চুলের যত্ন করা প্রয়োজন।



বাতাসে আর্দ্রতা বেশি থাকলে চুলের যত্ন করার ক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। তার আগে দেখে নিন কী কী ভুল একেবারেই করবেন না।



বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে যেহেতু মাথার তালু ঘেমে যায় তাই চুল এবং স্ক্যাল্প চিটচিটে হয়ে যেতে পারে। অতএব চুল পরিষ্কারের দিকে নজর দিন।



চুল পরিষ্কার না করে কোনওভাবেই তেল লাগাবেন না। যাঁদের চুল এবং স্ক্যাল্প অয়েলি প্রকৃতির তাঁরা আর্দ্র আবহাওয়ায় চুলে তেল না দেওয়াই ভাল।



যাঁরা নিয়মিত বাইরে বেরোচ্ছেন তাঁরা নিয়ম করে শ্যাম্পু করে চুল এবং স্ক্যাল্প পরিষ্কার রাখুন। তবে অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহারও চুলের ক্ষতি করতে পারে।



শ্যাম্পুর পরে অবশ্যই ব্যবহার করুন কন্ডিশনার। নাহলে চুল রুক্ষ এবং ভঙ্গুর প্রকৃতির হয়ে যাবে।



চুল ভেজা অবস্থায় আঁচড়াবেন না। ভালভাবে চুল শুকিয়ে নেওয়া প্রয়োজন। চুলে জট থাকলে তা আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে।



চুল শুকিয়ে নিয়ে তারপর বাঁধুন। অতিরিক্ত আর্দ্র আবহাওয়ায় বারবার ভেজা চুল আঁচড়ালে চুল পড়ার সমস্যা বাড়তে পারে।