Image Source: ফ্রিপিক

গরমে চুলকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায় হেয়ার সিরাম।

Image Source: ফ্রিপিক

এটি মূলত একটি হেয়ার স্টাইলিং প্রোডাক্ট।

Image Source: ফ্রিপিক

হেয়ার অয়েল খুসকি দূর করে। পাশাপাশি হেয়ার ফলিকলে পুষ্টি জোগায়।

Image Source: ফ্রিপিক

তেলের যত্নে স্ক্যাল্প আরও স্বাস্থ্যকর হয়। চুল পড়া কমে যায়।

Image Source: ফ্রিপিক

চুলকে গোড়া থেকে বাঁচিয়ে চুলের যত্ন নেয় হেয়ার অয়েল।

Image Source: ফ্রিপিক

তেলের আস্তরণ থাকায় চুল সহজে শুষ্ক হয়ে যায় না।

Image Source: ফ্রিপিক

হেয়ার সিরাম চুলকে রোদের তাপ ও ধুলোবালির হাত থেকে রক্ষা করে।

Image Source: ফ্রিপিক

আদতে দুটো জিনিসের কাজ আলাদা আলাদা।

Image Source: ফ্রিপিক

তাই দুটোই চুলের জন্য জরুরি। তবে বুঝে ব্যবহার করতে পারলেই সবচেয়ে বেশি উপকার।

Image Source: ফ্রিপিক

ডিসক্লেমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।

Thanks for Reading. UP NEXT

রাঁধতে গিয়ে গরম মশলা শেষ? রয়েছে একাধিক বিকল্প, জানেন কি?

View next story