Image Source: পিক্স্যাবে

সেলুনে চুল কাটিয়ে ফেরার পর কেউ কেউ স্নান করেন। কেউ আবার করেন না।

কিন্তু সেলুন থেকে ফিরে বেশ কয়েকটি কাজ করা জরুরি।

Image Source: পিক্স্যাবে

সেলুনে যে চিরুনি ব্যবহার করা হয়, তা অনেকের মাথাতেই ব্যবহার করা হয়। একই কথা প্রযোজ্য কাঁচির ক্ষেত্রেও।

Image Source: পিক্স্যাবে

এর ফলে অন্যের চুলের ময়লা আপনার চুলে আসার আশঙ্কা থাকে।

Image Source: পিক্স্যাবে

হেয়ার ফলিকলগুলিকে ক্ষতিগ্রস্ত করে এই ময়লা। ফলিকল দুর্বল হয়ে গেলে চুল পড়া বেড়ে যায়।

Image Source: পিক্স্যাবে

চিরুনি, কাঁচি থেকে গুরুতর না হলেও ছোটখাট সংক্রমণও ছড়ায়। যার জেরে চুল পড়তে পারে।

Image Source: পিক্স্যাবে

চুল কাটার সময় ক্ষুরও ব্যবহার করা হয়। এই লোহার ব্লেড বা ক্ষুর থেকেও ছোটখাট সংক্রমণ ছড়াতে পারে।

Image Source: পিক্স্যাবে

তাই চুল কাটিয়ে অবশ্যই ফটকিরি একবার দিন। এটি জীবাণুনাশক। এরপর শ্যাম্পু দিয়ে স্নান অবশ্যই করুন। ডিসইনফেকট্য়ান্ট শ্যাম্পু হলে সবচেয়ে ভাল ।

Image Source: পিক্স্যাবে

স্নানের পর মাথায় অ্যান্টিব্যাকটেরিয়াল তেল লাগাতে পারেন। এতে সম্ভাব্য সংক্রমণ এড়ানো যায়।

Image Source: পিক্স্যাবে

ডিসক্লেইমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।