চুলে রং করলে কিংবা কোনও কেমিক্যাল ট্রিটমেন্ট করার পর বিশেষ যত্নের প্রয়োজন। নাহলে চুল পড়ার সমস্যা মারাত্মক হারে বেড়ে যেতে পারে। তাই সতর্ক থাকা জরুরি। রং করার পর কিংবা কোনও কেমিক্যাল ট্রিটমেন্টের পরে কীভাবে চুলের যত্ন নেবেন, দেখে নিন একনজরে। শ্যাম্পু বেছে নেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকুন। সালফার ছাড়া শ্যাম্পু ব্যবহার করুন। একটু হাল্কা ধরনের মাইল্ড শ্যাম্পু ব্যবহার করলে আপনার চুল ভাল থাকবে। মোলায়েম এবং উজ্জ্বল হবে। চুলে স্ট্রেটনার কিংবা কার্লার অথবা ড্রায়ার কোনও হিটিং টুল ব্যবহার করবেন না একেবারেই। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া চুলে নিজের ইচ্ছে মতো প্রোডাক্ট ব্যবহার করবেন না। এর জেরে ক্ষতির সম্ভাবনাই বেশি। কোনওভাবে চুলে কোনও সমস্যা দেখা দিলে অতি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অবহেলা না করে। চুলের পাশাপাশি স্ক্যাল্পেরও যত্ন প্রয়োজন। মাঝে মাঝে হাল্কা অয়েল ম্যাসাজ চুল ও স্ক্যাল্প দুইয়ের জন্যই জরুরি। চুলে ভাল শ্যাম্পুর পাশাপাশি ভাল ধরনের কন্ডিশনারও ব্যবহার করতে হবে। তবেই ভাল থাকবে চুল।