দুর্গাপুজোর মধ্যে অনেকেই চুলে নানা ধরনের স্টাইলিং এবং হিটিং টুল ব্যবহার করেছেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কেউ ব্যবহার করেছেন হেয়ার ড্রায়ার। কেউ বা ব্যবহার করেছেন হেয়ার স্ট্রেটনার এবং হেয়ার কার্লার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যেকোনও স্টাইলিং এবং হিটিং টুল চুলে ব্যবহার করলে চুলের বারোটা বাজতে বাধ্য। ক্ষতি হবেই।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ইতিমধ্যেই যাঁরা চুলে এসব ব্যবহার করে ফেলেছেন, তাঁরা চেষ্টা করুন আর ব্যবহার না করতে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আর যাঁদের চুলে বেশ কিছু সমস্যা এর মধ্যেই দেখা দিয়েছে, তাঁরা কীভাবে ক্ষয়ক্ষতি রুখবেন, দেখে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রোজ একবার মিনিত ১৫ সময় নিয়ে হাল্কা উষ্ণ নারকেল তেল চুলে ম্যাসাজ করুন। মাথার তালুতেও ম্যাসাজ করতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চুলে ভালভাবে শ্যাম্পু করে নেওয়া জরুরি। সেই সঙ্গে কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করলে চুল নরম ও উজ্জ্বল থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চুল খোলা না রাখাই ভাল। পারলে বেঁধে রাখুন। আর খুলে রাখলে রোজ শ্যাম্পু করার চেষ্টা করুন। নাহলে ধুলোময়লা জমে যাবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এই সামান্য কয়েকটি নিয়ম রোজ মেনে চলতে পারলেই চুলের ক্ষয়ক্ষতি অনেকটাই কমবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels