হাড়ের সমস্যায় জর্জরিত হন অনেকেই। দাঁতে ব্যথা থেকে হাঁটুতে ব্যথা, নানা সমস্যা থেকে বাঁচতে যত্ন নিন অস্থির।

Published by: ABP Ananda

সুষম, পুষ্টিকর খাদ্যাভ্যাস অল্প বয়স থেকেই এই সমস্যা রোধে সাহায্য করে। কী কী উপাদান জরুরি এর জন্য?

Published by: ABP Ananda

হাড়ের গড়নে সবচেয়ে জরুরি ক্যালসিয়াম। দুধ, দুগ্ধজাত দ্রব্য, শাকসব্জি, সোয়াবিন, বাদাম, পাঁউরুটি, কাঁটা সমেত মাছ উপকারী।

Published by: ABP Ananda

পর্যাপ্ত ভিটামিন ডি, যা কেবল খাবার নয়, ত্বকে সূর্যালোকের থেকে মেলে। খাদ্যতালিকায় রাখুন তেলযুক্ত মাছ, ডিমের কুসুম, ফ্যাটজাত দ্রব্য।

Published by: ABP Ananda

অতিরিক্ত ভিটামিন এ হাড়ে চিড় ধরাতে পারে বলে দাবি একাধিক সমীক্ষায়। তাই রোজ লিভার না খাওয়াই ভাল। রেটিনল সম্পন্ন সাপ্লিমেন্ট এড়িয়ে চলুন।

Published by: ABP Ananda

ভিগান যাঁরা, খেতে পারেন সোয়া, ভাত বা ওট ড্রিঙ্কস। টোফু ক্যালসিয়ামের ভাল উৎস।

Published by: ABP Ananda

নানা ধরনের ডালে ক্যালসিয়াম থাকে প্রচুর। এছাড়া কিশমিশ, ডুমুর, শুকনো অ্যাপ্রিকটে থাকে অনেক ক্যালসিয়াম।

Published by: ABP Ananda

নির্দিষ্ট বাদাম বলতে আমন্ড ক্যালসিয়ামের দারুণ উৎস। এতে ফ্যাট, প্রোটিন ও ম্যাগনেসিয়ামও থাকে।

Published by: ABP Ananda

শরীরে ভিটামিন ডি ও ম্যাগনেসিয়ামের ঘাটতি, ক্যালসিয়ামের পরিমাণ কমায়। শরীরে সোডিয়ামের আধিক্যও এর কারণ হতে পারে। সেদিকে নজর রাখা জরুরি।

Published by: ABP Ananda

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Published by: ABP Ananda