Image Source: PIXABAY, PTI

বর্ষা প্রায় এসে গিয়েছে। অর্থাৎ দিনভর হয় মেঘলা আকাশ নয়তো বৃষ্টি--এটাই আপাতত চেনা ছবি।

অনেকের কাছে বছরের এই সময়টা বেশ ভয়ের। কারণ বর্ষা মানে চুলে আঠা ভাব, উস্কোখুস্কো অবস্থা।

কয়েকটি টিপস মানতে পারলে এই সমস্যাগুলি বেশ কিছুটা বাগে আসতে পারে।

এই সময়টা হেয়ার ব্রাশ নয়, চুল চিরুণি দিয়ে আঁচড়ান। এতে চুল পড়ার সম্ভাবনা কমবে।

স্ক্যাল্পে নারকেল তেল দিয়ে ভাল করে ম্যাসাজ করুন। এতে স্ক্যাল্পের জরুরি আর্দ্রভাব বজায় থাকবে।

চুলের প্রয়োজন বুঝে নিয়মিত 'হেয়ার মাস্ক' ব্যবহার করা দরকার। এতে চুলের উস্কোখুস্কো ভাব কমবে।

চুল খোলা না রেখে বেঁধে রাখতে পারলে ভাল। বিশেষত বাইরে বেরোনোর আগে চুল বেঁধে ফেলুন।

পনি টেল বা বিনুনি, যেটি সুবিধা হয়, সেটি করতে পারেন। এতে চুল উস্কো-খুস্কো হওয়া আটকাবে।

বর্ষায় পরিবেশের আর্দ্রতা বেড়ে গিয়ে চুলের উস্কোখুস্কো ভাব বাড়াতে পারে।

তাই প্রয়োজন মতো, 'হেয়ার সিরাম' ব্যবহারও জরুরি। দরকারে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।