Image Source: ABP Live

আজকাল অনেকেই ইউপিআই পেমেন্ট করেন।

Image Source: ABP Live

এর জন্য ইন্টারনেট অন করে অ্যাপ দিয়ে পে করতে হয়।

Image Source: ABP Live

কিন্তু নেট ছাড়াও ইউপিআই পেমেন্ট করা সম্ভব।

Image Source: ABP Live

ফোনের নেট না থাকলে *99# ডায়াল করতে হবে।

Image Source: ABP Live

এতে ভাষা নির্বাচন করে নিজের ইউপিআই আইডি দিতে হবে।

Image Source: ABP Live

ইউপিআই আইডি ব্যাঙ্ক বা পেমেন্ট অ্যাপের আইডি হলেও অসুবিধা নেই।

Image Source: ABP Live

এরপর যাকে পাঠাবেন তার ইউপিআই আইডি দিতে হবে।

Image Source: ABP Live

পরের ধাপে টাকার অঙ্ক লিখে পিন দিলেই পেমেন্টে হয়ে যাবে।

Image Source: ABP Live

NPCI-তে ফোনের মাধ্যমে এই পেমেন্টের সুবিধা ৫০০০ টাকা পর্যন্ত।

তবে কিছু নির্দিষ্ট সংস্থার সিমেই এই পরিষেবা আপাতত চালু রয়েছে।