আজকাল অনেকেই ইউপিআই পেমেন্ট করেন। এর জন্য ইন্টারনেট অন করে অ্যাপ দিয়ে পে করতে হয়। কিন্তু নেট ছাড়াও ইউপিআই পেমেন্ট করা সম্ভব। ফোনের নেট না থাকলে *99# ডায়াল করতে হবে। এতে ভাষা নির্বাচন করে নিজের ইউপিআই আইডি দিতে হবে। ইউপিআই আইডি ব্যাঙ্ক বা পেমেন্ট অ্যাপের আইডি হলেও অসুবিধা নেই। এরপর যাকে পাঠাবেন তার ইউপিআই আইডি দিতে হবে। পরের ধাপে টাকার অঙ্ক লিখে পিন দিলেই পেমেন্টে হয়ে যাবে। NPCI-তে ফোনের মাধ্যমে এই পেমেন্টের সুবিধা ৫০০০ টাকা পর্যন্ত। তবে কিছু নির্দিষ্ট সংস্থার সিমেই এই পরিষেবা আপাতত চালু রয়েছে।