Image Source: Freepik

তুলসীপাতার রসে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। স্ক্যাল্পের সমস্যায় তাই কার্যকরী এই পাতা।

Image Source: Freepik

তুলসীপাতার রস নিয়মিত মাখলে চুল পড়া সহজে আটকানো সম্ভব।

Image Source: Freepik

এই রস চুল ঘন করতে সাহায্য করে। ফলে টাকের সমস্য়া কমে।

Image Source: Pixabay

বিশেষজ্ঞদের মতে, চুলের খুশকি দূর করে তুলসীপাতা।

Image Source: Pixabay

পাতার রস রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। যা পরোক্ষভাবে স্ক্যাল্প মজবুত করে।

Image Source: Pixabay

তুলসীপাতা থেঁতো করে বা মিক্সারে পেস্ট করে হেয়ার মাস্ক হিসেবে ব্য়বহার করুন।

Image Source: Pixabay

এছাড়াও তুলসীপাতা নিয়ম করে রোজ খেতে পারেন।

Image Source: Pixabay

রোজ ২০-২৫ টা তুলসীপাতার রস নিংড়ে খেলে চুল উঠে যাওয়ার সমস্যা অনেকটাই কমে যায়।

Image Source: Pixabay

তুলসীপাতার রস সকালের দিকে খেলে সবচেয়ে ভাল কাজ দেয়।

Image Source: Pixabay

ডিসক্লেমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন

Thanks for Reading. UP NEXT

ষষ্ঠীর দিনেই দেখা মেলে, শরীর চাঙ্গা করমচা খেলে

View next story