গরমে চুল ঘেমে একেবারে দফারফা।



চুলের গোড়া পাতলাও হয়ে যাচ্ছে।



তবে চুলে দই লাগালে পাবেন উপকার।



দইতে প্রোটিন ও ভিটামিন বি৭ রয়েছে।



দই লাগালে খুশকি দূর হয়।



এক কথায় প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে দই।



দই মাথায় মেখে ৩০ মিনিট রেখে স্নান করে নিতে হবে।



সময় থাকলে দইয়ের সঙ্গে মধু ও অলিভ অয়েল মেশাতে পারেন।



তবে দই লাগানোর পর ভাল শ্যাম্পু দিয়ে চুল ধুতে হবে।



ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।



Thanks for Reading. UP NEXT

ইন্টারনেট ছাড়াই UPI-তে টাকা পাঠান ! এইভাবে

View next story