চুল কাটার প্রয়োজনীয়তা কি শুধুই স্টাইলের জন্য?
ABP Ananda

চুল কাটার প্রয়োজনীয়তা কি শুধুই স্টাইলের জন্য?



একেবারেই তা নয়। চুল কাটার অনেক প্রয়োজনীয়তা রয়েছে।
ABP Ananda

একেবারেই তা নয়। চুল কাটার অনেক প্রয়োজনীয়তা রয়েছে।



একথা ঠিক যে কেউ মেকওভার করতে চাইলে হেয়ার স্টাইল বদলানো অত্যন্ত জরুরি বিষয় হয়ে যায়।
ABP Ananda

একথা ঠিক যে কেউ মেকওভার করতে চাইলে হেয়ার স্টাইল বদলানো অত্যন্ত জরুরি বিষয় হয়ে যায়।



মুখের আদল অনুসারে চুলের স্টাইল হলে বলা ভাল মুখের গড়ন অনুসারে চুল কাটলে দেখতে মানানসই লাগে।
ABP Ananda

মুখের আদল অনুসারে চুলের স্টাইল হলে বলা ভাল মুখের গড়ন অনুসারে চুল কাটলে দেখতে মানানসই লাগে।



ABP Ananda

মানসিক অবসাদ ঘিরে থাকলে নিজের হেয়ার স্টাইল বদলে দেখুন। মন-মেজাজ ভাল হতে বাধ্য।



ABP Ananda

চুল কাটলে কিছুটা হলেও আমাদের দেখতে অন্যরকম লাগে। লুক পরিবর্তন হয়। একঘেয়ে লুকের থেকে এই বদল বেশ ভালই লাগে।



ABP Ananda

তবে এইসবের পাশাপাশি চুলের স্বাস্থ্য ঠিক রাখার জন্যেও চুল কাটার প্রয়োজনীয়তা রয়েছে।



ABP Ananda

যাঁদের চুল অনেক লম্বা, তাঁরা মাঝে মাঝে চুলের ডগা ছেঁটে নিন। নাহলে চুলের ডগা ফাটার সমস্যা দেখা দেবে।



ABP Ananda

যাঁদের এমনিতেই স্প্লিট এন্ডসের সমস্যা রয়েছে, তাঁরা মাঝে মাঝেই চুলের ডগা ছেঁটে নিন। নাহলে অসুবিধা বাড়বে।



ABP Ananda

অনেকের চুল মাঝখান থেকে ভেঙে যায়। চুলের এই জাতীয় ক্ষয় রুখতেও চুলের লম্বা অংশ মাঝে মাঝে কেটে নেওয়া উচিৎ।