বারবার প্রস্রাব পাচ্ছে ? ঘাটতি আছে এই ভিটামিনের শরীরে যে কোনও ভিটামিনের ঘাটতি হলেই লক্ষণ দেখা যায়। মূলত ডায়াবেটিস হলেই বারবার মূত্রত্যাগের ইচ্ছা জাগে। তবে বলা হয় একটি ভিটামিনের ঘাটতি হলেও এই ঘটনা হতে পারে। ভিটামিন বি ১২-এর ঘাটতিতে অনেকসময় এমন ঘটে। এই ভিটামিনের ঘাটতিতে শরীর দূর্বল হয়ে পড়ে। শিরার ক্ষয় হলে মূত্রথলি ঠিকমত কাজ করবে না। সারাদিন ক্লান্ত লাগবে, এর জন্য মূত্রত্যাগের ইচ্ছে হতে পারে। এই ভিটামিনের ঘাটতিতে মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। এই জন্য ডায়াবেটিসের সমস্যাও দেখা দিতে পারে।