Image Source: Freepik

ত্বক ও চুলের যত্ন নিতে আমরা কত কীই না করি।

Image Source: Freepik

কিন্তু কানের যত্নের দিকে সেভাবে খেয়াল থাকে না।

Image Source: Freepik

যখন তখন আমরা কানে ইয়ারফোন গুঁজে দিই। তাতে কোনও ময়লা আছে কি না তাও দেখি না।

Image Source: Freepik

এর ফলে কানে জীবাণু সংক্রমণের হারও বাড়তে পারে।

Image Source: Freepik

অনেক ক্ষেত্রেই কানে ময়লা জমার বড় কারণ এই ইয়ারফোন।

Image Source: Freepik

কানের নিজস্ব সিবাম থেকে জমা খোল কানের জন্য উপকারী।

Image Source: Freepik

কিন্তু বাইরের ময়লা কানের ক্ষতি করে। শ্রবণশক্তি হারিয়ে যেতে পারে।

Image Source: Freepik

তাই প্রতিবার ইয়ারফোন ব্যবহারের আগে একটি কাপড়ে মুছে নিন।

Image Source: Freepik

ইয়ার বাডসের ভিতরেও অনেক সময় ময়লা জমে। তাও পরিষ্কার করা জরুরি।

Image Source: Freepik

এতে ময়লা অনেকটাই সাফ হয়ে যায়। কানে সংক্রমণের আশঙ্কা কমে।