প্রচণ্ড দাবদাহে শরীর ঠান্ডা রাখতে চান ?



সঙ্গে রোগ-জ্বালা নিয়ন্ত্রণেও রাখতে চান ?



বার্লির জলে মিলবে অনেক উপকার।



গরমের দিনে শরীর আর্দ্র রাখে বার্লির জল।



পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হলেও এতে রয়েছে অনেক গুণ।



প্রচুর ফাইবার থাকে বার্লিতে।



এতে ক্যালরি যেমন বেশি থাকে, ফ্যাট থাকে না।



গরমের দিনে শক্তি জোগাতে সহায়ক হবে বার্লির জল।



এর অ্যান্টি অক্সিড্যান্ট শরীরকে সুস্থ রাখবে।



মূত্রনালির সংক্রমণ সারাতেও বার্লির জুরি নেই।