সকাল সকাল চায়ের
কাপে থাক লবঙ্গ


তাহলেই একেবারে
সুস্থ থাকবে শরীর


অ্যান্টিঅক্সিড্যান্ট রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়ায়


ক্ষতিকর উপাদানের
বিরুদ্ধে লড়াই করে


হজমের সমস্যা
দূর হয়ে যাবে


পেটের ফোলাভাব,
গ্যাসের সমস্যাও ঘুচবে


মাড়ির সমস্যাতেও
সহায়ক লবঙ্গ-চা


দাঁতের যন্ত্রণা কমাবে,
ওরাল ব্যাকটিরিয়ার যম


বুকে কফ জমে থাকলে,
গলাব্যথা, কাশি হলেও


চায়ের কাপে
ফেলে দিন লবঙ্গ


ব্যাকটিরিয়া সংক্রমণ থেকে
রক্ষা করে লবঙ্গ-চা


ক্যানসার প্রতিরোধী উপাদান রয়েছে,
আর্থ্রাইটিসের ঝুঁকি কমায়


রক্তকে শুদ্ধ রাখে, আবার
আদা মেশালে ডায়বিটিসের ওষুধ


নিজের উপর প্রয়োগের আগে
অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন