তরমুজ মিষ্টি কিনা এক ঝলকেই বুঝে যাবেন এভাবে
abp live

তরমুজ মিষ্টি কিনা এক ঝলকেই বুঝে যাবেন এভাবে

Published by: ABP Ananda
Image Source: Freepik
গরমের দিনে তরমুজ খাওয়া অনেকেরই পছন্দের।
abp live

গরমের দিনে তরমুজ খাওয়া অনেকেরই পছন্দের।

Image Source: Freepik
কিন্তু অনেকেই ঠিক করে তরমুজ কিনতে পারেন না।
abp live

কিন্তু অনেকেই ঠিক করে তরমুজ কিনতে পারেন না।

Image Source: Freepik
বাড়িতে এনে খেতে গিয়ে দেখেন মিষ্টি নয়, জল বেশি।
abp live

বাড়িতে এনে খেতে গিয়ে দেখেন মিষ্টি নয়, জল বেশি।

Image Source: Freepik
abp live

অনেকের মনেই প্রশ্ন তরমুজ কীভাবে বাইরে থেকে চেনা যাবে মিষ্টি কিনা ?

Image Source: Freepik
abp live

তরমুজের বাইরে ঘন সবুজ আর হাল্কা হলুদ রঙের উজ্জ্বল রেখা থাকলে সেটি ঠিকঠাক পাকা।

Image Source: Freepik
abp live

এই ধরনের তরমুজই খুব মিষ্টি হয়ে থাকে।

Image Source: Freepik
abp live

তরমুজের বৃন্ত যদি শুকিয়ে গিয়ে মুড়ে থাকে, তাহলে তা পাকা এবং মিষ্টি হবে।

Image Source: Freepik
abp live

গোল ও ভারী তরমুজের মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।

Image Source: Freepik
abp live

তরমুজের গায়ে চাপড় মেরে যদি শোনেন গভীর বা মোটা শব্দ হচ্ছে তাহলে তা মিষ্টি হবে।

Image Source: Freepik