বাথরুম এবং রান্নাঘর থেকে গরম ও নোংরা দূর করে একহস্ট ফ্যান, যা সাময়িকভাবে এসির বিকল্প হতে পারে
abp live

বাথরুম এবং রান্নাঘর থেকে গরম ও নোংরা দূর করে একহস্ট ফ্যান, যা সাময়িকভাবে এসির বিকল্প হতে পারে

Published by: ABP Ananda
সিলিং ফ্যান ছাড়াও আরেকটা ফ্যান জানলার সামনে এমনভাবে রাখুন, যাতে ঘরে ঠান্ডা হাওয়া ঢোকে
abp live

সিলিং ফ্যান ছাড়াও আরেকটা ফ্যান জানলার সামনে এমনভাবে রাখুন, যাতে ঘরে ঠান্ডা হাওয়া ঢোকে

Published by: ABP Ananda
রোদ কম ঢুকতে পারে এমন পর্দা লাগাতে হবে জানলা এবং দরজায়
abp live

রোদ কম ঢুকতে পারে এমন পর্দা লাগাতে হবে জানলা এবং দরজায়

Published by: ABP Ananda
রান্নাঘর থেকে বিরতি নিতে হবে, প্রয়োজনে কমাতে হবে প্রতিদিনের রান্না, বেশি করে খেতে হবে জল রয়েছে এমন ফল
abp live

রান্নাঘর থেকে বিরতি নিতে হবে, প্রয়োজনে কমাতে হবে প্রতিদিনের রান্না, বেশি করে খেতে হবে জল রয়েছে এমন ফল

Published by: ABP Ananda
abp live

যতটা সম্ভব কম জ্বালাতে হবে আলো, সাধারণ বাল্বে প্রচুর তাপ হয়, তাই ব্যবহার করতে হবে LED বাল্ব

Published by: ABP Ananda
abp live

গরমে খেয়াল রাখতে হবে শরীরের তাপমাত্রার দিকেও, প্রয়োজনে করতে হবে কোল্ড কমপ্রেস

Published by: ABP Ananda
abp live

কোনও শরীরিক সমস্যা না থাকলে ঘরের মেঝেতে শোওয়া যেতে পারে, এতে গরম খানিকটা কম লাগে

Published by: ABP Ananda
abp live

ঘরের যেসব জানলা-দরজা খোলা রাখে যায় রাতে তা খুলে রাখতে হবে, তাতে ঠান্ডা হবে ঘর

Published by: ABP Ananda
abp live

খাটে সুতি বা লিনেনের চাদর পাততে হবে, এতে গরম লাগবে না

Published by: ABP Ananda
abp live

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda