বাথরুম এবং রান্নাঘর থেকে গরম ও নোংরা দূর করে একহস্ট ফ্যান, যা সাময়িকভাবে এসির বিকল্প হতে পারে

Published by: ABP Ananda

সিলিং ফ্যান ছাড়াও আরেকটা ফ্যান জানলার সামনে এমনভাবে রাখুন, যাতে ঘরে ঠান্ডা হাওয়া ঢোকে

Published by: ABP Ananda

রোদ কম ঢুকতে পারে এমন পর্দা লাগাতে হবে জানলা এবং দরজায়

Published by: ABP Ananda

রান্নাঘর থেকে বিরতি নিতে হবে, প্রয়োজনে কমাতে হবে প্রতিদিনের রান্না, বেশি করে খেতে হবে জল রয়েছে এমন ফল

Published by: ABP Ananda

যতটা সম্ভব কম জ্বালাতে হবে আলো, সাধারণ বাল্বে প্রচুর তাপ হয়, তাই ব্যবহার করতে হবে LED বাল্ব

Published by: ABP Ananda

গরমে খেয়াল রাখতে হবে শরীরের তাপমাত্রার দিকেও, প্রয়োজনে করতে হবে কোল্ড কমপ্রেস

Published by: ABP Ananda

কোনও শরীরিক সমস্যা না থাকলে ঘরের মেঝেতে শোওয়া যেতে পারে, এতে গরম খানিকটা কম লাগে

Published by: ABP Ananda

ঘরের যেসব জানলা-দরজা খোলা রাখে যায় রাতে তা খুলে রাখতে হবে, তাতে ঠান্ডা হবে ঘর

Published by: ABP Ananda

খাটে সুতি বা লিনেনের চাদর পাততে হবে, এতে গরম লাগবে না

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda