সকালবেলায় খালিপেটে হাল্কা গরম জলে পাতিলেবুর রস এবং মধু মিশিয়ে তো অনেকেই খেয়ে থাকেন। কিন্তু সকালবেলায় খালিপেটে নুন-জল খেলেও যে অনেক উপকার পাওয়া যায় একথা বোধহয় সকলে জানেন না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তবে এই পানীয় তৈরি করার সময় সাধারণ খাওয়ার লবণ ব্যবহার করলে চলবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সকালে খালিপেটে নুন-জল খেতে হলে ব্যবহার করুন হিমালয়ান পিঙ্ক সল্ট কিংবা রক সল্ট।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকেই হয়তো ভাবছেন নুন-জল খেলে তো বমি হয়ে যাওয়ার কথা। তেমনটা হবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হাল্কা গরম জলে হিমালয়ান পিঙ্ক সল্ট কিংবা রক সল্ট মিশিয়ে সামান্য পরিমাণে খেতে হবে। সেটাও রোজ নয়। মাঝে মাঝে। তাহলেই উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চলুন এবার দেখে নেওয়া যাক হাল্কা গরম জলে এই বিশেষ ধরনের নুন মিশিয়ে সকালে খালিপেটে খেলে কী কী উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আপনার শরীরের ডিটক্সিফিকেশন হবে এই পানীয়ের সাহায্যে। অর্থাৎ শরীরে জমে থাকা যাবতীয় টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে আসবে। সুস্থ থাকবেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সকালবেলায় খালিপেটে নুন-জল খেলে বদহজম, অ্যাসিডিটি, গ্যাস, পেটের সমস্যা- এইসব অসুবিধা দেখা দেবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আপনার শরীরে জলের মাত্রা সঠিক পরিমাণে বজায় থাকবে। এর পাশাপাশি সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইডের সামঞ্জস্য থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যাঁদের কিডনির সমস্যা রয়েছে কিংবা উচ্চরক্তচাপের সমস্যা রয়েছে তাঁরা এই পানীয় একেবারেই খেতে যাবেন না। হিতে বিপরীত হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels