রূপচর্চায় হাতেখড়িই হয়
গোলাপজল দিয়ে


ত্বকের জন্য গোলাপজল কেন
উপকারী জানেন?


ত্বককে আরাম দেয় গোলাপজল,
ত্বক হয় মসৃণ


অতিরিক্ত তেল, ময়লা
দূর করে গোলাপজল


ত্বকের স্বাস্থ্য ফেরায়,
ঔজ্জ্বল্য বৃদ্ধি করে


রোদে পুড়ে গেলে গোলাপজল
পোড়াভাব দূর করে


চোখের নীচের কালি দূর করে
গোলাপজলের ভিটামিন এ ও সি


বার্ধক্যের ছাপ চেহারায় পড়তে
দেয় না গোলাপজল


ছ্যাঁকা লাগলে, কেটে-ছিঁড়ে
গেলেও গোলাপজল লাগাতে পারেন


টোনার হিসেবে ব্যবহার করুন,
ফেসপ্যাকেও মেশাতে পারেন
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।