শীতকালে শরীরচর্চা করতে আলস্য লাগলেও নিয়মিত শরীরচর্চা করতে হবে শীতের মরশুমেও।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হাঁটাচলা, সাঁতার কাটা, দৌড়ানো, জগিং এইসব সাধারণ একসারসাইজ করলে জয়েন্ট পেন বা গাঁটের ব্যথা কমবে শীতের মরশুমে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হাল্কা ধরনের শরীরচর্চা করলে আপনার শরীরের বিভিন্ন জয়েন্ট বা গাঁট অংশ আর শক্ত হয়ে থাকবে না। ফলে ব্যথাও কম হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতকালে হাল্কা গরম জলে স্নান করুন। যে অংশে ব্যথা সেখানে গরম সেঁক দিন। আরাম পাবেন অনেকটাই।

Published by: ABP Ananda
Image Source: Pexels

উল্লিখিত কাজগুলি করলে আমাদের শরীরের বিভিন্ন গাঁট অংশে এবং পেশীর শক্তভাব কমবে। সারা শরীরে ভালভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে শীতের মরশুমে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এই জাতীয় খাবার খেলে আমাদের শরীরের বিভিন্ন পেশী শিথিল থাকে এবং হাড়ের গঠন মজবুত হয় ও ব্যথা-যন্ত্রণা কমে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতকালে জল খাওয়ার ব্যাপারে অনীহা দেখাবেন না একেবারেই। সঠিক পরিমাণে জল শীতকালে খেতেই হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শরীর ডিহাইড্রেটেড হয়ে গেলে পেশীতে টান ধরবে, গাঁটের যন্ত্রণা বাড়বে। তাই শীতের দিনে জল খাওয়ার দিকে বিশেষ নজর দিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতকালে ঠান্ডা বাড়লে জয়েন্ট পেন বা গাঁটের ব্যথা বেড়ে যায়। প্রয়োজনে অবশ্যই ওষুধ খেতে হবে। কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না।

Published by: ABP Ananda
Image Source: Pexels