খেতে বসেই হেঁচকি ওঠে ? এভাবে মিলবে রেহাই

Published by: ABP Ananda
Image Source: Freepik

খেতে বসেই অনেকের হেঁচকি উঠতে থাকে।

Image Source: Freepik

বারবার হেঁচকি উঠলে খুবই অস্বস্তি হয়।

Image Source: Freepik

মূলত ডাইজেস্টিভ ডিসঅর্ডারের কারণেই হেঁচকি ওঠে।

Image Source: Freepik

কিন্তু ঘরোয়া এই উপায় মানলে নিমেষে কমবে হেঁচকি।

Image Source: Freepik

প্রথমেই হেঁচকি কমাতে এক গ্লাস ঠান্ডা জল খেতে হবে।

Image Source: Freepik

এছাড়া ঘরে মধু থাকলে এক চামচ মধু চটজলদি আরাম দিতে পারে।

Image Source: Freepik

দইয়ে নুন মিশিয়ে খেলেও হেঁচকি কমতে পারে।

Image Source: Freepik

অনেকে বলেন কিছুক্ষণ দমবন্ধ করে থাকলে হেঁচকি কমতে পারে।

Image Source: Freepik

ঘাড়ের কাছে আইসব্যাগ রাখলেও উপশম মিলতে পারে।

Image Source: Freepik