আমাদের অনেকেরই আচমকা পায়ে ব্যথা শুরু হয়। ব্যথার অংশ লাল হয়ে যায়। পায়ের বিভিন্ন জয়েন্ট বা গাঁট অংশে এই তীব্র ব্যথা অনুভূত হয়। অনেকসময় পা ফুলেও যায়। পায়ের একটা নির্দিষ্ট অংশের ত্বক শক্ত হয়ে যেতে পারে। অদ্ভুত এক অস্বস্তি পাবেন আপনি। পায়ের পাতার অংশে যখন এইসব লক্ষণ দেখা যাবে তখন বুঝতে হবে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত ইউরিক অ্যাসিডের প্রভাবে কিডনি বিকল হয়ে যেতে পারে। তাই অবহেলা করলে বিপদ বাড়বে। অতিরিক্ত ইউরিক অ্যাসিডের প্রভাবে সমস্যা দেখা দিতে পারে হৃদযন্ত্রেও। হার্টে ব্লকেজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক - এইসব হতে পারে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে। অতিরিক্ত ইউরিক অ্যাসিডের প্রভাবে উচ্চ রক্তচাপের সমস্যা, ডায়াবেটিস, ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে। ত্বকে র্যাশ, হাড়ের ক্ষয়, জয়েন্ট বা শরীরের বিভিন্ন গাঁটে যন্ত্রণা - এই সমস্যাগুলিও লক্ষ্য করা যায় ইউরিক অ্যাসিড বাড়লে। অতএব উল্লিখিত লক্ষণগুলি যদি এক সপ্তাহ ধরে দেখা যায় তাহলে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে।