ত্বক থেকে শরীর, প্রতিদিনের জীবনে নিমের একাধিক গুণ রয়েছে

Published by: ABP Ananda

নিমে উপস্থিত অ্যান্টিব্য়াক্টেরিয়াল উপাদান ব্রণ এবং সংক্রমণ দূর করতে পারে, তাতে ভাল থাকে ত্বকের স্বাস্থ্য

Published by: ABP Ananda

ত্বকের লালভাব ও চুলকানি দূর করতে পারে নিম, উজ্জ্বল হয় ত্বক

Published by: ABP Ananda

ত্বক সতেজ রাখতে সাহায্য করে নিম পাতা, এতে ত্বক পরিষ্কার হয়, নোংরা দূর করতে পারে

Published by: ABP Ananda

খুসকির সমস্যা দূর করে নিম, পাশাপাশি নতুন চুল গজাতে ও চুল পড়া রোধ করতে সাহায্য করে

Published by: ABP Ananda

প্রদাহ বিরোধী উপাদান সহ অ্যান্টিঅক্সিডেন্ট আছে নিমে, যার জন্য প্রাকৃতিকভাবে জেল্লা বাড়ে

Published by: ABP Ananda

নিমের মাস্ক স্ক্যাল্পে পুষ্টি জোগায়, ফলে চুল বাড়তে পারে

Published by: ABP Ananda

অ্যান্টিসেপ্টিক উপাদান রয়েছে নিমে, যা ক্ষত নিরাময়ে সাহায্য করে

Published by: ABP Ananda

লিভারের কার্যকারিতা বাড়াতে এবং টক্সিন বের করতে নিমের রস খাওয়া যায়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda