শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে চাইলে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে কড়া নিয়ম মেনে চলতেই হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডায়েট করলে পাতে রাখুন বিভিন্ন ধরনের ডাল। এই খাবারে প্রোটিন এবং পুষ্টি, দুই-ই রয়েছে ভরপুর।

Published by: ABP Ananda
Image Source: Pexels

প্রোটিন জাতীয় খাবার হিসেবে বিভিন্ন ধরনের ডালের সঙ্গে খেতে পারেন বিভিন্ন দানাশস্যও।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দুপুরে এবং রাতের খাবারে সবজি দিয়ে এক বাটি ডাল খেলে পেটও ভরবে, শরীরে প্রোটিনের ঘাটতিও হবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বিভিন্ন ধরনের বাদামের মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই তালিকায় সবার আগে রয়েছে আমন্ড এবং আখরোট।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রোজ সকালে দু থেকে তিনটে আমন্ড খেতে পারেন। আখরোটও খাওয়া যায় ২ থেকে ৩টে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শরীরে যাতে প্রোটিন সঠিক মাত্রায় বজায় থাকে, তাই জন্য খেতে হবে দুধ কিংবা দুগ্ধজাত অন্যান্য খাবার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দুধ ছাড়াও খেতে পারেন ছানা, পনির, দই। এগুলো খেলেও উপকার পাবেন একই।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দিনে একটা কিংবা দুটো ডিম আপনি খেতেই পারেন। এই খাবারের মধ্যে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিমের কুসুম ফেলে দিয়ে খেতে যাবেন না। তাহলে পুষ্টির অনেকটা অংশ বাদ পড়ে যাবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels