সকালে উঠেই গলা খুশখুশ ? এভাবে মিলবে আরাম ঋতু বদলাচ্ছে, আর এই সময় ঠান্ডা-গরম লেগেই থাকে। ঠাণ্ডা গরম লেগে গলা খুশখুশ অনেকেরই সমস্যা। গরমে ঘাম থেকেও বুকে সর্দি বসে গলা খুশখুশ হতে পারে। ওষুধের বদলে কিছু ঘরোয়া টিপসে পেতে পারেন উপকার। আদা দিয়ে চা ফুটিয়ে খেলে অনেকটা আরাম মেলে। গলা খুশখুশের জন্য মধু অনেকটাই উপকারি। রসুনের অ্যালিসিন রোগ প্রতিরোধ করতে পারে। এছাড়া গরম জলে 'ভেপার' নিলেও অনেক কাজে দেয়। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।