অনেকেরই মাঝরাতে আচমকা প্রচণ্ড খিদে পেয়ে যায়। ডায়াবেটিস হলে এই লক্ষণ দেখা দেয়।



ঘুমের মধ্যে যদি প্রবলভাবে ঘামতে থাকেন, তাহলে বুঝতে হবে ডায়াবেটিস রয়েছে আপনার।



ডায়াবেটিস থাকলে রাত্রিবেলা ঘনঘন প্রস্রাব পাবে। বারংবার বাথরুমে যেতে হবে। এই লক্ষণ দেখা দিলে অবহেলা করবেন না।



ডায়াবেটিস থাকলে রাতের দিকে দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে। চোখের সামনে সবকিছু ঘোলাটে লাগতে পারে।



ডায়াবেটিস থাকলে রাতে একটানা ঘুম হবে না আপনার। বারবার ঘুম ভাঙার সমস্যা দেখা দিতে পারে।



হাতের আঙুলে চিনচিনে ব্যথা অনুভব করতে পারেন রাতের দিকে। মনে হবে যেন সূচ ফোটাচ্ছে কেউ। ডায়াবেটিস থাকলে দেখা যায় এই লক্ষণ।



রাতে বারবার জল তেষ্টা পেলে বুঝতে হবে ডায়াবেটিস রয়েছে আপনার। তাই এরকম হচ্ছে। এই উপসর্গ অবহেলা করবেন না।



ডায়াবেটিসের সমস্যা যাঁদের রয়েছে তাঁদের উল্লিখিত প্রায় সব লক্ষণই রাতের দিকে দেখা দিতে পারে শরীরে।



যাঁরা জানেন না যে তাঁদের আদৌ ডায়াবেটিস রয়েছে কিনা তাঁরা রাতের দিকে শরীরে এইসব লক্ষণ দেখলে অবহেলা করবেন না।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।