Image Source: ফ্রিপিক

হার্টের জন্য যেকোনও ভোজ্য তেলই ভাল বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

Image Source: ফ্রিপিক

তবে ওই তেল দিয়ে একবারের বেশি রান্না করা যাবে না।

Image Source: ফ্রিপিক

কারণ বারবার গরম করলে তেলের মধ্যে ট্রান্স ফ্যাট তৈরি হয়।

ট্রান্স ফ্যাট হার্টের জন্য খারাপ।

Image Source: ফ্রিপিক

বাইরের চপ, সিঙাড়া খেতে বারণ করেন চিকিৎসকরা।

Image Source: ফ্রিপিক

এর বড় কারণ সেই তেল কতবার গরম করা হয়েছে, তা কেউ জানে না

Image Source: ফ্রিপিক

ট্রান্স ফ্যাটের পাশাপাশি হার্টের জন্য স্যাচুরেটেড ফ্যাটও খারাপ।

Image Source: ফ্রিপিক

তাই তেলের বদলে ঘি, মাখন ইত্যাদি স্বাস্থ্যকর বিকল্প নয় কখনই। এগুলি বাদ দিতে হবে।

Image Source: ফ্রিপিক

তেলের মধ্যে সর্ষের তেল, সোয়াবিন তেল, সানফ্লাওয়ার, রাইসব্র্যান, অলিভ অয়েলসহ যেকোনও তেল খেতে পারেন।

Image Source: ফ্রিপিক

ডিসক্লেমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।

Thanks for Reading. UP NEXT

লাউ দিয়েই বাজিমাত ! নিমেষে উজ্জ্বল হবে ত্বক

View next story