ত্বকের শুষ্কতা দূর করে লাউ, ময়লা দূর করে উজ্জ্বল করে তোলে।



লাউয়ে আছে ভিটামিন এ, বি ও সি যা ত্বককে উজ্জ্বল করতে পারে।



ত্বকের যত্ন নিতে অনেক কিছুই চেষ্টা করেছেন, কিন্তু ফল পাননি ?



এবার জানুন লাউয়ের জাদুতে কীভাবে বদলে যাবে ত্বক।



চোখের তলার কালি দূর করতে লাউয়ের টুকরো মাখতে পারেন।



লাউয়ের রস আপনি রোজ খেলে ত্বক উজ্জ্বল হবে।



আবার লাউ দিয়ে ফেসপ্যাকও বানানো যায়।



লাউয়ের রস, দই বা বেসনে মিশিয়ে মুখে লাগাতে হবে।



মুখে সেই পেস্ট ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।



ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।