কনট্যাক্ট লেন্স পরার উপকার অনেক। তবে যদি কনট্যাক্ট লেন্স পরে কেউ ঘুমিয়ে পড়েন, তবে কী হবে



লেন্স ব্যবহারকারীদের অনেকেরই চোখ লাল হয়ে যাওয়া কিংবা চোখে অ্যালার্জির সমস্যা হয়।



অনেক সময়ই লেন্স পুরনো হয়ে গেল, অপরিষ্কার থাকলে, বা চোখ শুকিয়ে গেলে এসব উপসর্গ দেখা যায়।



কিন্তু লেন্স পরে যদি কেউ ঘুমিয়ে পড়েন, কী ঘটবে তার সঙ্গে ?



সারা রাত লেন্স পরে থাকলে চোখ ড্রাই তো হয়েই যায়, চোখে সংক্রমণও হয়।



২০২৩ সালে আমেরিকার ফ্লোরিডা শহরের এক যুবকের এমন সংক্রমণ হয় যে, দৃষ্টি চলে যায়।



একদিন কেউ যদি ভুল করে লেন্স পরেই ঘুমিয়ে পড়েন, লেন্সটি চোখের মণি থেকে সরে যেতে পারে।



চোখ লাল হওয়া, যন্ত্রণা, অস্বস্তি, জল পড়া ইত্যাদি হবে।



সকালে চোখ খুলতে কষ্ট হবে। লেন্সটি শুকিয়ে চোখে আটকে থাকতে পারে।



তখন টিয়ার ড্রপ দিয়ে চোখে জলের পরিমাণ বাড়িয়ে লেন্সটিকে বের করে আনতে হবে।



লেন্স পরে ঘুমোলে কর্নিয়াতে অক্সিজেনের সরবরাহ কমে যায়।



লেন্স পরে ঘুমোলে চোখে আলসারও হতে পারে