কিছু খেলেই গ্যাসের সমস্যায় কষ্ট পান? কয়েক ধরনের পানীয় খেয়ে দেখতে পারেন। উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতের মরশুমে গ্যাসের সমস্যা বাড়ে। এর অন্যতম কারণ কম জল খাওয়া। ডিহাইড্রেশন হলে গ্যাস হবেই।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতের দিনে আমাদের শরীরের মেটাবলিজম রেটও ধীর গতির হয়ে যায়। এর থেকেও দেখা দিতে পারে পেট ভার হওয়ার সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতকালে অনেক সময়েই গুরুপাক, মশলাদার খাবার খাওয়া হয়ে যায়। এগুলি সহজে হজম হয় না। তার ফলে দেখা দেয় গ্যাসের সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতকালে এমনিতেই আদা দিয়ে চা খেতে ভাল লাগে। এই চা খেলে গ্যাসের সমস্যা কমবে। গরমজলে আদা দিয়ে ফুটিয়েও খেতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পিপারমেন্ট টি- এই বিশেষ চা খালি পেটে সকালবেলায় খেলে আপনি উপকার পাবেন। গ্যাসের সমস্যা কমবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অ্যান্টিঅক্সিডেন্টস সমৃদ্ধ গ্রিন টি খেলেও পেট ভার, গ্যাসের সমস্যা এইসব অসুবিধা কমবে। দিনে একবার খেতেই পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ক্যামোমাইল টি খেলে শুধু যে রাতে ভাল ঘুম হয় তা নয়, গ্যাসের সমস্যাও কমে। তাই এই চা খেতে পারেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গ্যাসের সমস্যায় যাঁরা ভীষণভাবে ভোগেন, তাঁরা ঈষদুষ্ণ জল খেতে পারেন খালি পেটে। উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতকালে যেহেতু গ্যাসের সমস্যা বাড়ে, সেক্ষেত্রে প্রতিদিন পরিমিত জল খাওয়ার ব্যাপারে নজর দিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels