কম তেল যুক্ত খাবার খেতে হবে, পাতে স্বাস্থ্যকর খাদ্য সহ ফল শাক সবজি

Published by: ABP Ananda

ত্বকের জন্য তো বটেই শরীরের জন্যও এই সময় বাইরের খাবার এড়িয়ে চলতে হবে

Published by: ABP Ananda

পর্যাপ্ত পরিমাণে জল এবং ফ্লুইড পান করতে হবে, ভেতর থেকে সতেজ থাকলে তবেই তা ক্যামেরায় ধরা দেবে

Published by: ABP Ananda

ত্বক ভাল রাখতে পরিষ্কার রাখা মৃত কোষ দূর করা খুব প্রয়োজন, তাই স্ক্রাবিং করতে হবে

Published by: ABP Ananda

বিয়ে মানেই হাজার রকমের চিন্তা, উদ্বেগ, যা চোখেমুখে ফুটে ওঠে

Published by: ABP Ananda

তাই ত্বকের উপর যাতে প্রভাব না পড়ে তা নজর দিতে হবে, প্রয়োজনে ১৫-২০ মিনিট ধ্যানের অভ্যাস করতে হবে

Published by: ABP Ananda

শীত হোক বা গ্রীষ্ম বিয়ের সময় যখনই হোক না কেন, ময়শ্চারাইজ করতে হবে নিয়মিত

Published by: ABP Ananda

ত্বক পরিষ্কার রাখতে হবে নিয়মিত, এমন ক্লিনজ়ার ব্যবহার করতে হবে যাতে শরীরের প্রাকৃতিক তেল উঠে না যায়

Published by: ABP Ananda

কোলাজেন উৎপাদন বাড়াতে এবং বলিরেখা কমাতে আপনার রাতে ত্বকের পরিচর্যায় রেটিনল ব্যবহার করুন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda