ঢ়েঁড়শ খাওয়ার পর কখনো এই দুই জিনিস খাবেন না। তাতে মারাত্মক ক্ষতি হতে পারে শরীরের অনেকে মনে করেন যে, ঢ়েঁড়শের সঙ্গে কিছু জিনিস খেলে মৃত্যুরও ঝুঁকি থাকতে পারে এমন নয় যে ঢ়েঁড়শের সঙ্গে এইসব জিনিস খেলে মৃত্যু হতে পারে কিন্তু, ঢ়েঁড়শের সঙ্গে কিছু খাবার খেলে শরীরে গুরুতর সমস্যা হতে পারে ঢ়েঁড়শ খাওয়ার পর কখনো দুধ পান করা উচিত নয় কারণ, দু'টিতেই ক্যালসিয়াম থাকে। কিন্তু ঢ়েঁড়শে অক্সোলেটও থাকে এই দুই জিনিস একসঙ্গে খেলে ক্যালসিয়াম অক্সোলেট তৈরি হয় যেটা কিডনিতে স্টোন হওয়ার কারণ হতে পারে এর পাশাপাশি ঢ়েঁড়শ ও করোলাও একসঙ্গে খাওয়া উচিত নয় তাতে পাচন সংক্রান্ত সমস্যা হতে পারে