সাইকেল আরোহী বা বাইক আরোহীরা অনেক সময়ই কুকুরকে ভয় পান



দেখা যায় রাস্তায় অনেক সময়ই চলন্ত বাইক বা রিক্সার পিছনে দৌড়চ্ছে কুকুর



চালক ও আরোহী দুজনেই ভয় পেয়ে যেন , কী করবেন বুঝে পান না।



আসলে কুকুররা ভয় পাওয়াতে নয়, ভয় পেয়েই এমন করে বলে মনে করা হয়।



আসলে তাড়া করা কুকুরের একটি স্বাভাবিক প্রবৃত্তি। তারা চলন্ত যানবাহনকে দেখলেই তাই তাড়া করে।



কেউ কেউ আবার বলেন, যানবাহনের শব্দ কুকুরের জন্য বেশি তীব্র। তাই তারা ভয় পেয়ে এমনটা করে।



কুকুরগুলি দ্রুত চলমান যানবাহন দেখে ভয় পায়, তাই তারা পাল্টা ভয় দেখাতেও তাড়া করে থাকতে পারে।



অনেক সময়ই যানবাহনের নিচে পথ কুকুররা চাপা পড়ে। তাই সেই আতঙ্ক থেকেই তারা যানবাহন তাড়া করে।



যদি আপনার পিছনে কুকুর তাড়া করে, তাহলে উচিত অবিলম্বে বাইক থামিয়ে দেওয়া।