আদা এবং আনারস একসঙ্গে খেলে অনেক উপকার পাবেন। শরীরের অনেক সমস্যা দূর হবে সহজে। আদা এবং আনারস একসঙ্গে রস করেও খেতে পারেন। আবার খেতে পারেন টুকরো করে চিবিয়েও। এবার দেখে নেওয়া যাক আদা এবং আনারস একসঙ্গে খেলে আপনি ঠিক কী কী উপকার পাবেন শরীর-স্বাস্থ্যের জন্য। আদা খেলে খুব ভাল খাবার হজম হয়। বদহজমের সমস্যা দূর হয়। অ্যাসিডিটি, গ্যাসের সমস্যাও কমে। এছাড়াও গা-গোলানো, বমি ভাব এইসব সমস্যা দূর করতেও কয়েক কুচি আদাই যথেষ্ট। বদহজমের সমস্যা দূর করতে সাহায্য করে আনারসও। তাই আদা এবং আনারস একসঙ্গে রস খেলে উপকার আরও বেশি। আদা এবং আনারস, এই দুইয়ের রসই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বৃদ্ধি করতে সাহায্য করে। আদা এবং আনারস, দুইয়ের মধ্যেই রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। তাই প্রদাহজনিত সমস্যা কমাতে সাহায্য করে এই দুই উপকরণ। পেট ব্যথা, পেটের যাবতীয় সমস্যা দূর হবে আদা এবং আনারসের রস একসঙ্গে খেলে। কমবে পেটে ব্যথাও। শুধু আনারসের রস খেতে যে স্বাদ লাগে, তার মধ্যে আদার রস মিশিলে ওই পানীয় খেতে আরও সুস্বাদু হয়।