অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত কেশর, পিগমেন্টেশন কমিয়ে ত্বক উজ্জ্বল করে

Published by: ABP Ananda

ব্রণ সহ ত্বকের দাগ কমাতে পারে কেশর, যা ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যায়

Published by: ABP Ananda

দুধ ফুটিয়ে তাতে জাফরন দিয়ে ফেস প্যাক তৈরি করে মাখুন, শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন

Published by: ABP Ananda

মধুর সঙ্গে কেশর মিশিয়ে ফেস প্যাক তৈরি করে লাগাতে হবে মুখে, তাতে উঠবে দাগ

Published by: ABP Ananda

কেশরে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের রং উজ্জ্বল করে এবং সতেজ করে তোলে

Published by: ABP Ananda

আমন্ড এবং জোজোবা ওয়েলের সঙ্গে জাফরন মেশাতে হবে, তাতে হাইড্রেট রাখে ত্বক

Published by: ABP Ananda

বলিরেখা সহ বার্ধ্যকের ছাপ কমাতে পারে ইলাস্টিসিটি

Published by: ABP Ananda

স্পর্শকাতর ত্বকের লালভাব, চুলকানি কমাতে পারে জাফরন

Published by: ABP Ananda

ফুটন্ত জলে দু থেকে তিনটে জাফরন দিয়ে দিন, জল ঠান্ডা হলে টোনার হিসেবে ব্যবহার করুন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda