গাজর কাঁচা খেলে উপকার অনেক বেশি। মিষ্টি স্বাদের এই সবজি অনেকেই স্যালাডে খেয়ে থাকেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গাজর খেলে ভাল থাকবে আপনার দৃষ্টিশক্তি। এছাড়াও আমাদের শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে গাজর।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শসা সাধারণত ফল হিসেবে খাওয়া হয়। স্যালাডের ক্ষেত্রেও এই ফল জনপ্রিয়। শসা কাঁচা খেলেই উপকার বেশি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওজন কমায় শসা। খেয়াল রাখে ত্বকের। শরীর ঠান্ডা রাখে এবং জলের ঘাটতি হতে দেয় না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বেল পেপার অর্থাৎ লাল-হলুদ রঙের ক্যাপসিকাম কাঁচা খেতে পারলে স্বাস্থ্যের পক্ষে ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মিষ্টি এবং মুচমুচে বেল পেপার স্যালাড এবং স্যান্ডউইচে আলাদা স্বাদ আনে। এখানে রয়েছে ভিটামিন সি। তাই বেল পেপার খেলে ইমিউনিটি বাড়ে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পালংশাক কাঁচা খেতে পারেন স্মুদির মধ্যে। তবে খুব ভাল করে ধুয়ে নেওয়া জরুরি। আর পেটের সমস্যা থাকলে একেবারেই খাবেন না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পালংশাকে রয়েছে প্রচুর আয়রন। এই শাক আমাদের শরীর ভরপুর এনার্জির জোগান দেয়। আপনি স্যালাডেও ব্যবহার করতে পারেন পালংশাক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সিলেরি একজাতীয় শাক যার মধ্যে জলীয় উপকরণ খুব বেশি। এই শাক খেলে আমাদের শরীর হাইড্রেটেড থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কম ক্যালোরি এবং বেশি ফাইবার যুক্ত সিলেরি ওজন কমায়, অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। খেয়াল রাখে অন্ত্রের স্বাস্থ্যের।

Published by: ABP Ananda
Image Source: Pexels