কানো নোংরা, সংক্রমণের কারণে অথবা ঠান্ডা লেগে কানে ব্যথা হতে পারে, যা বাড়িতেই সমাধান হতে পারে

Published by: ABP Ananda

কানে ব্যথা হলে গরম সেঁক দিতে পারেন, তাতে আরাম মেলে

Published by: ABP Ananda

গরম অলিভ ওয়েল কানের নোংরা দূর করে, যা ধীরে ধীরে ব্যথা কমাতে পারে

Published by: ABP Ananda

তুলসী পাতার রস বের করে তা কানের চারপাশে লাগিয়ে রাখুন, কমবে ব্যথা

Published by: ABP Ananda

কানে ব্যথা কমাতে স্টিম নিতে পারেন, তাতে আরাম মেলার সঙ্গে সঙ্গে কমবে ব্যথা

Published by: ABP Ananda

জলের সঙ্গে টি ট্রি ওয়েল মিশিয়ে কানের চারপাশে মাখলে ব্যথা কমে, এতে আছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান

Published by: ABP Ananda

চাপ কমাতে স্ট্রেচ করতে পারেন, ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক করলে কমে ব্যথা

Published by: ABP Ananda

দিনভর প্রচুর পরিমাণে জল পান করতে হবে, শরীর সতেজ থাকলে কমবে ব্যথা

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Published by: ABP Ananda