তুলসি পাতা রোজ সকালে খালি পেটে কয়েকটা চিবিয়ে খেতে পারলে একাধিক উপকার পাবেন আপনি। বাড়বে শরীরের ইমিউনিটি।

Published by: ABP Ananda

সারাবছর তুলসি পাতা খালি পেটে চিবিয়ে খেলে সর্দি-কাশির সমস্যা থেকে দূরে থাকবেন আপনি।

Published by: ABP Ananda

পুদিনা পাতাও খালি পেটে খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। শরীর ঠান্ডা রাখে এই পাতা।

Published by: ABP Ananda

পুদিনা পাতা খেলে বদহজমের সমস্যা দূর হবে। পেটের সমস্যাও দূর হবে এই পাতা খালি পেটে খেলে।

Published by: ABP Ananda

সজনে পাতা খালি পেটে খেতে পারলে অনেক উপকার পাওয়া যাবে। অনেক ভিটামিন, মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে এই পাতায়।

Published by: ABP Ananda

শরীরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ বের করে আনতে অর্থাৎ টক্সিন বের করতে সাহায্য করে সজনে পাতা।

Published by: ABP Ananda

কারিপাতা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। রান্নায় কারিপাতা দিলে দারুণ স্বাদও হয়। সুগন্ধও থাকে।

Published by: ABP Ananda

ত্বক এবং চুল ভাল রাখতে, অকালে চুল পেকে যাওয়ার সমস্যা রুখতে সাহায্য করে কারিপাতা। এই পাতা বদহজমের সমস্যাও দূর করে।

Published by: ABP Ananda

অনেকেরই পান খাওয়ার নেশা থাকে। তবে খালি পেটে পান পাতা খেলে স্বাস্থ্যের অনেক উপকার হয়।

Published by: ABP Ananda

মুখের দুর্গন্ধ দূর করতে, মুখে যাতে জীবাণুর সংক্রমণ না হয় সেদিকেও খেয়াল রাখে এই পান পাতা। খিদে বাড়ায় পান পাতা। দূর করে বদহজমের সমস্যা।

Published by: ABP Ananda