ওজন কমাতে যাঁরা কড়া ডায়েট করছেন তাঁরা অবশ্যই ব্রেকফাস্ট মেনুতে চিয়া সিডস রাখুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চিয়া সিড ভেজানো জল খেলে বাড়বে মেটাবলিজম, কমবে ওজন। এই বীজে রয়েছে ভরপুর ফাইবার। তাই পেট ভরবে সহজে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ফ্ল্যাক্স সিড বা তিসির বীজও খেতে পারেন নিয়মিত। ফ্ল্যাক্স সিড ভেজানো জল খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে ফ্ল্যাক্স সিডের মধ্যে। এই বীজ খেতে অনেকটা বাদামের ধরনের।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কুমড়োর বীজ ফেলে না দিয়ে খেতে পারেন। এই বীজের রয়েছে অনেক গুণ। নিরামিষ রান্নায় ব্যবহার করতে পারেন কুমড়োর বীজ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ম্যাগনেসিয়ামে ভরপুর কুমড়োর বীজ খেলে আপনার হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল থাকবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তিল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। দু'ধরনের তিল হয়। সাদা এবং কালো। গরম ভাতের সঙ্গে তিল বাটা খেতে পারেন। খুবই সুস্বাদু এই খাবার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ তিল কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলে ভাল থাকব আপনার হার্ট।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখী ফুলের বীজও অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। এটিও খেতে পারেন নিয়মিত।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সানফ্লাওয়ার সিডে রয়েছে ভিটামিন ই এবং হেলদি ফ্যাট। এই বীজ ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels